গেস্ট ট্রেইনার মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ

Job Description / Responsibility
  • স্মারকনং: টিএসসি/মানিক/সেইপ/খ:প্র:নি/২০১৬/২১৯১(০৩) তারিখঃ ২৯/০৯/২০১৬
  • অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম এর স্মারকনং: অবি/ সেইপ/ ডি.টি.ই/ ৬৬/২০১৫/৪৭৩ তারিখঃ ০৪/০৮/২০১৫খ্রিঃ মোতাবেক সরকারি বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
  • বিষয়: আইটি সাপোর্ট টেকনিশিয়ান, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েল্ডার, ইলেকট্রিক্যাল

Educational Requirements
  • কোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিল্পোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশসহ শিল্প কারখানায় নুন্যতম০৫ (পাচ) বছরের অভিজ্ঞতা।
  • অথবা
  • শিল্পকারখানায় ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন ফোরম্যান/ মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য।
Experience Requirements
  • At least 5 year(s)
Job Location
 
Apply Instruction
শর্তাবলীঃ

১। প্রকল্প মেয়াদকালীন সময় পর্য়ন্ত সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ প্রদান করা হবে। প্রকল্প শেষে নিয়োগ স্বয়ংক্রীয়ভাবে বাতিল হবে/প্রকল্প বিরোধী যে কোন কর্মকান্ডের জন্য কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
২। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্পষ্টাক্ষরে নিজের নাম, পিতার নাম, মাতার নাম পত্র যোগাযোগ ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স (২১/১০/২০১৬), নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ পুর্বক আগামী ২১/১০/২০১৬খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র অধ্যক্ষ, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে হাতে হাতে অথবা ডাক/কুরিয়রে পৌছাতে হবে। আবেদন পত্রের সহিত নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে।
ক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিনকপি রঙ্গীন ছবি। খ) সিটি কর্পোরেশন/মেয়র/চেয়ার‌্ম্যান কর্তৃক পদত্ত নাগরিকত্বের সনদপত্র। গ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ঘ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদপত্র । (সকল ডকুমেন্ট ১ম শ্রেনীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে)
৩। খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্ট করে লিখতে হবে।
৪। অসম্পূর্ন দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৫। নিয়োগের জন্য কোন তদবীর বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬। মুক্তিযোদ্ধা/উপজাতী প্রার্থীদের উপর্যুক্ত প্রমানক দাখিল করতে হবে।
৭। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৮। চাকুরী সংক্রান্ত পরীক্ষায় যাতায়তের জন্য কোনপ্রকার টিএডিএ প্রদান করা হবে না।
৯। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারনে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে বা কার্ড ইস্যুতে করতে বাধ্য নহেন।
১০। সংশ্রিষ্ট প্রকল্প কর্তৃক আরোপিত সকল বিধি বিধান প্রয়োজ্য হবে।
২৯-১০-১৬
(মোঃ আখেরুজ্জামান)
অধ্যক্ষ
মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ
ফোন-০২৭৭১০৩৫৭
Application Deadline : Oct 21, 2016
 

Comments