ম্যানেজার-অর্ডার ফুলফিলমেন্ট, ই কমার্স
এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও অপারেশন ম্যানেজমেন্ট থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.০০ বা সমমানের ফল থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসব যোগ্যতা ছাড়াও কম্পিউটার ডেটাবেইস অ্যান্ড টুলস, মাইক্রোসফট এক্সেল, ম্যাক্রো এবং এক্সেসে দক্ষতা থাকতে হবে।
অফিসার-অর্ডার ফুলফিলমেন্ট, ই কমার্স
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.০০ বা সমমানের ফল থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া অর্ডার ম্যানেজমেন্টে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ই কমার্সে অভিজ্ঞতাধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি আবেদনকারীদের কম্পিউটার ডেটাবেইস অ্যান্ড টুলস, মাইক্রোসফট এক্সেল, ম্যাক্রো এবং এক্সেসে দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত ও আগ্রহপত্র (লেটার অব ইন্টারেস্ট) পাঠাতে পারবেন career.aarong@brac.net ইমেইল ঠিকানায়। ইমেইলের বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে ‘মানবসম্পদ বিভাগ, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ১০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।
Comments
Post a Comment